
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী ডায়াবেটিস সমিতির নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ কে হারিয়ে অবশেষে সভাপতি নির্বাচিত হলেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার।
আজ ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহন । মোট ৫৮ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
মোট প্রাপ্ত ৫২ ভোটের মধ্যে ১৭ ভোট পেয়ে পরাজিত হন পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার।
ভোটের ফলাফল ঘোষনার পর নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান শুভাকাংখি ও দলীয় নেতাকর্মীগণ। এসময় তিনি সমিতি পরিচালনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।