
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগনঞ্জ উপজেলার সানন্দবাড়ী পি আই সি,র আওতাধীন, ডাংধরা ইউনিয়নের কারখানা পাড়া গ্রামে, ভুট্টা ক্ষেত হতে এক সাপ্তাহ পর মোছাঃ চায়না (৩৭) নামে দুই সন্তানের জননীকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১ জানুয়ারি দিবাগত রাত্রে নিজ সন্তান সহ বসত ঘরে শুয়ে থাকা অবস্থায় ঘর থেকে উধাও হয়ে যায়।
বাড়ির আশেপাশে এবং আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও সন্ধান মেলেনি।
ঘটনার এক সাপ্তাহ হলেও সন্ধান না পেয়ে হতাশ বনে যান আত্মীয় স্বজনরা।
অবশেষে আজ ৭জানুয়ারী সকালে বাড়ির পুর্ব পাশে ভুট্রা ক্ষেতে চাষীরা কাজে গেলে মুমূর্ষু অবস্থায় চায়না কে ভুট্টা ক্ষেতে দেখতে পায়। চাষীরা ডাকাডাকি করলে, আশেপাশের বাড়ির লোকজন সহ তার আত্মীয়রা এসে উদ্ধার করে
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আশংকাজনক পরিলক্ষিত হলে,উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ খবর লেখা পর্যন্ত মামলা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।