চীনের বাংলাদেশ দূতাবাসে চালু হলো হটলাইন

S M Ashraful Azom
0
চীনের বাংলাদেশ দূতাবাসে চালু হলো হটলাইন
সেবা ডেস্ক: করোনা ভাইরাসে বিচলিত না হয়ে সবাইকে চীনের সরকারি নির্দেশ মেনে চলার কথা জানিয়েছে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এ বিষয়ে চীনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন খোলা হয়েছে। নম্বরটি হলো- (৮৬)-১৭৮০১১১৬০০৫।

চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় অর্ধশত মানুষ। ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উহান শহর থেকে বাংলাদেশিসহ কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না দেশটির সরকার।

দূতাবাস সূত্রে জানা যায়, বেইজিং-এ বাংলাদেশিদের ২৪৫ সদস্যের একটি চ্যাটিং গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন চীনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন রাজ্য মূলত অচল করে দেয়া হয়েছে। সব ধরনের বাস, মেট্রো এবং ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সব ধরনের বিমান এবং ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। চীনা সরকারের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন দেশটিতে বাংলাদেশি প্রবাসীরা। অনেকে দ্রুত দেশে ফিরতে দূতাবাসের সাহায্যও চেয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top