আসছে অর্থবছরে শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট

S M Ashraful Azom
0
আসছে অর্থবছরে শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট
সেবা ডেস্ক: আসছে অর্থবছরে শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট বরাদ্দের ঘোষণা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় জনপ্রতিনিধিদের সাথে কৈশোর বেতার শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে আজ (মঙ্গলবার) সকালে ‘বেতার সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে সিটি মেয়র একথা বলেন।
 
    সিটি মেয়র আরও বলেন, আজকের যারা কিশোর-কিশোরী তারাই আগামীদিনের ভবিষ্যত। শিশু কিশোরদের যোগ্যভাবে গড়ে তোলার ওপরই নির্ভর করছে উন্নত বাংলাদেশ গড়ার সফল বাস্তবায়ন। সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণসহ উল্লেখযোগ্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসময় সিটি মেয়র বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। অন্যান্যের মধ্যে ছিলেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন নেসা শিখা,  শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আনাতোর আমজাদ। স্বাগত জানান ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার উম্মে হালিমা।

    খুলনা বিভাগের শিশুশ্রম, শিশু বিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক মামুন আক্তার। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বেতার শ্রোতাক্লাবের সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top