
হারুনুর রশিদ: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন সকল এলাকায় আজ সারাদিন টিপটিপ বৃষ্টি হয়েছে, ফলে জেকে বসেছে শীত, ভীড় বাড়ছে এলাকার হাট বাজারের ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোতে।
শীতের দাপটে বাড়ছে ঠান্ডা জনিত নানান রোগ ব্যাধি। স্থানীয় হাসপাতালগুলোতে ঠান্ডা, কাশি, হাঁপানি, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী বেশি দেখা গেছে।
সানন্দবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামান রাসেল বলেন, শীত জনিত রোগী বাড়লেও ঔষধের পর্যাপ্ত সরবরাহ থাকায় কোনো সমস্যা হচ্ছে না।
চরআমখাওয়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সরকারি ও বেসরকারিভাবে যেসব শীত বস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখি নিয়েও বিপাকে কৃষক। মারাত্বক কষ্টে আছে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ।
খামারী নুরুন্নবী জানান তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে আসায় কৃত্রিম তাপমাত্রা সৃষ্টি করেও ক্ষতির হাত হতে রক্ষা করা যাচ্ছে না ফার্মের মুরগী। অতি দ্রুত সময়ে সরকারি ও বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ করা জরুরি বলে মনে করেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।