
রফিকুল আলম, ধুনট (বগুড়া): স্কাউটিং করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
বাংলাদেশ স্কাউটস বগুড়ার ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, বাংলাদেশ স্কাউটস’র লিডার ট্রেইনার (এলটি) সায়েদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, স্কাউট প্রশিক্ষক রেজাউল করিম ও আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশে ধুনট উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০জন শিক্ষার্থী অংশ নিয়েছে। স্কাউট সমাবেশটি চলবে আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।