![]() |
| আটক পাথর্শী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে হামলাকারী সুমন মিয়া, ছবি: সেবা হট নিউজ |
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়নের দেলীর পাড়া ৭ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর মামলার আসামী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানাগেছে, শনিবার রাতে পূর্ব শত্রæতার জের ধরে ভোলা(৪০) ও তার লোকজন আওয়ামী লীগ কার্যালয়ে এসে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মন্ডলের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি এবং সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করে।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলু মন্ডল বাদী হয়ে ভোলা (৪০) সহ তিনজনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দ্রæত বিচার আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।