কুড়িগ্রামে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্ত¡রে দিনব্যাপী দক্ষ বেকার যুব নারী-পুরুষদের কর্মসংস্থানের জন্য চাকরী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় জেলার ৪ শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব নারী ও পুরুষের আবেদন গ্রহন করে। তাদের যোগ্যতা অনুযায়ী চাকরী দেয়ার প্রতিশ্রæতি দেয়া হয়।

বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময়  বক্তব্য রাখেন, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডেপুটি সহকারী পরিচালক নাজমা আক্তার, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মো: আইনুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন, কেয়ার বাংলাদেশের চীফ অব পার্টি ইশরাত শবনম, এমজেএসকেএস এর ডেপুটি ডিরেক্টর অমল কুমার মজুমদার।

দারিদ্র-পীড়িত কুড়িগ্রাম জেলার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ করে চাকরীর ব্যবস্থা করার জন্য দেশের প্রতিষ্ঠিত ১০টি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে জেলা প্রশাসনের সহযোগীতায় এ মেলার আয়োজন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেয়ার বাংলাদেশের সৌহাদ্য প্রকল্প ও এমজেএসকেএস।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top