
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে পড়ে আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। মৃত আলেমা আকতার ওই গ্রামের আলম মিয়ার এবং সেলিনা আকতার পার্শ্ববর্তী গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে। সেলিনা আকতার নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
এলাকাবাসিরা জানায়, মঙ্গলবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পেছনে পুকুর পাড়ে বল দিয়ে খেলছিল। এসময় বলটি একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। তখন ওই দুই শিশু বলটি আনার জন্য পুকুরের পানিতে নামলে তারা তলিয়ে যায়। শিশু দুটি বল খেলার একপর্যায়ে নিখোঁজ হলে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তারা শিশু দুটির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে। ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু বিকেলে এঘটনায় সাংবাদিকদের শিশু দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।