
সেবা ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। গ্রেফতার মো. তারিকুল ইসলাম তারিক ওই উপজেলার অঞ্জনগাছী চাঁদপাড়া গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।
মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে এসএসসি পরীক্ষার প্রশ্নের প্রলোভন দেখিয়ে পোস্ট দেন। পরে পরীক্ষার্থীদের সঙ্গে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদ্ধার করা আলামতসহ গ্রেফতার তারিকুল ইসলামকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।