
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: আধুনিক ও ডিজিটাল ক্লাশ পরিচালনার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের এমভিসি প্রজেক্টের আওতায় ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ, প্রজেক্টর, রাউডার ও স্কীন (পর্দা) বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। বিদ্যালয় গুলো হলো,ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগাবরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মথুরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার এসব ল্যাপটপ, প্রজেক্টর, রাউডার ও স্কীন ওইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোতালেব হোসেন, এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু ও প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।