
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি ও স্থানীয় সর্বসাধারণের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ঘটিকার সময় উপজেলার সীমান্তবর্তী এলাকা কালাইবাড়ি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ্ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলি, হাপানিয়া বিওপি ক্যাম্প কমান্ডার মোখলেসুর রহমান, কলমুডাঙ্গা বিওপি কোম্পানি কমান্ডার রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ ও অনুপ্রবেশ বন্ধে করণীয় শীর্ষক আলোচনা অনুৃষ্ঠিত হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তাগন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।