![]() |
| লেখক সাজেদুল হক রনি |
সেই গুগলি প্রেম করলো এক জার্মান শেফার্ডের সাথে। তাদের ঘরে জন্মালো বেশ কয়টি বাচ্চা।
এদের মাঝে সবচেয়ে ছোট আর দুর্বল বাচ্চাটি হচ্ছে রকি।
ওয়াইল্ড লাইফ খুব কঠিন। দুর্বল হলে বেঘোরে মরতে হয়। তার ভাইবোনরা তাকে দুধ খেতে দিত না। মারত।
![]() |
| রকি’র ছোটবেলার ছবি |
মানুষের সাথে থেকে থেকে রকির খাদ্যাভাস বদলে গেল। মাংস তো আর পাওয়া যায় না, রকির স্ট্যাপল ফুড হয়ে গেল বেকারির কেক।
তার মানুষ বন্ধুদের প্রাণ দিয়ে ভালবাসত রকি। মায়ের মত সেও হয়ে উঠেছিল গার্ডিয়ান অ্যাঞ্জেল।
বছর তিনেক আগে তার মানুষ বন্ধুরা আরেকটা কুকুরকে নিয়ে খুব মাতামাতি করছিল। রকিও সেই কুকুরটাকে একটু আদর করতে চেয়েছিল। কিন্তু মানুষেরা ভুল বুঝে তাকে সরিয়ে দেয়। অভিমানী রকি সেদিন এলাকা ছেড়ে চলে যায়।
তার মানুষ বন্ধুদের টনক নড়ে। তারা রকিকে খুঁজে বের করে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। রকি তাদের অভ্যর্থনা জানায়। কিন্তু ফিরে আসতে অস্বীকৃতি জানায়। তার ব্যক্তিত্ব এতোই বিশাল।
![]() |
| ১৩ বছর বয়সী রকি আজ তার মানুষ বন্ধুদের সাথে দেখা করতে এসেছে! |
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।