
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর মৌজার ২ একর ১৭ শতক খাস জমি সরকারি কর্মচারিসহ অবস্থাপন্ন জোতদাররা গোপনে বন্দোবস্ত নিয়ে কবুলিয়ত প্রাপ্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই অঞ্চলের প্রকৃত ভূমিহীনরা খাস জমি পাওয়া থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে গেলে উপস্থিত ভূমিহীনদের পক্ষ থেকে সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান নান্নু সাংবাদিকদের এ তথ্য জানান এবং তারা অবিলম্বে উক্ত খাস জমির কবুলিয়ত বাতিল করে বন্দোবস্ত দেয়ার দাবি জানান।
এদিকে ভূমিহীন সমিতির পক্ষ থেকে মনছব, মোকাব্বের, মোত্তালেবসহ অন্যান্যরা ইতোপূর্বে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ডিমলা পদুমশহর মৌজার জেল এল নং ১০, ডিপি খতিয়ান ৩৬৫, ১৪৩০ ও ২৫৩৪ এবং ৬২৪৫ (নতুন ৯২৬১) দাগে ১ একর ৩১ শতক, সাবেক ৬২৪৫ দাগে (নতুন ৯২৬২) ৫০ শতক, সাবেক ৬২৩৩ দাগে (নতুন ৯২৫৭) ২৫ শতক ও সাবেক ৬২৩৩ দাগে (নতুন ৯২৫৯) দাগে ১১ শতক জমি একই গ্রামের মৃত মোখলেছার রহমানের পুত্র এলজিইডির কর্মচারি আতাউর রহমান, তার ভাই ছবিরুল ইসলাম ও তার পিতা মোখলেছার রহমান ভুয়া ভূমিহীন সেজে প্রতারণামূলকভাবে ১৯৮৭ সালে গোপনে বন্দোবস্ত কবুলিয়ত প্রাপ্ত হয়। যা এলাকার প্রকৃত ভূমিহীনরা বিষয়টি জানেন না। ওই জমিগুলো এলাকার ভূমিহীনদের দখলে থাকলেও বর্তমানে ওই ব্যক্তিরা জমি দখল নেয়ার নানা রকমের ফন্দি-ফিকিরসহ অপচেষ্টা চালাচ্ছে।
![]() |
| খাস জমি। ছবি: সেবাহটনিউজ |
তারা আরও উলেখ করেন, বাংলাদেশ সরকারের খাস জমি বন্দোবস্তের নীতিমালা অনুযায়ি কোন জমির মালিকদের কিংবা জোতদারদের খাস জমি বন্দোবস্ত পাওয়ার কথা নয়। সংশ্লিষ্ট গ্রামে অনেক ভূমিহীন পরিবার থাকা সত্তে¡ও একজন সরকারি চাকরিজীবি উক্ত খাস জমি নীতিমালা বহির্ভূতভাবে ভোগ দখল করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক উক্ত খাস জমির বন্দোবস্ত বাতিল করে সকল জমি উদ্ধার পূর্বক তা খাস খতিয়ানভূক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবি জানানো হয়। এই আবেদনের অনুলিপি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, গাইবান্ধা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাঘাটা সহকারি কমিশনার (ভূমি) প্রেরণ করা হলেও এখন পর্যন্ত এব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ভূমিহীনরা উল্লেখ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।