কওমী মাদ্রাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছে শেখ হাসিনা

S M Ashraful Azom
0
কওমী মাদ্রাসাকে  শিক্ষা কারিকুলামের আওতায় এনেছে শেখ হাসিনা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: দেশে মাদ্রাসা ও কওমী মাদ্রাসাকে  শিক্ষা কারিকুলামের আওতায় এনেছে মুজিব কন্যা শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী । 

তিনি বলেন আপনাদের নিয়ে  সবাই খেলেছে  কিন্ত করে নাই কাজেই কারিকুলামের মেনেই পড়া লেখা করাতে হবে ফ্রি স্টাইলে পড়ালে চলবে না । তিনি আজ সকালে শেরপুরের নালিতাবড়ীর পাচগাও দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে  শিক্ষক ও শিক্ষার্থীর উদ্দ্যেশে এসব কথা বলেন ।

তিনি বলেন এখন বাড়ী থেকে ডেকে এনে কেউ চাকরী দিবে না সে দিন বাংলাদেশ থেকে চলে গেছে কমপিটিশানের মধ্যে টিকে থেকেই চাকরী নিতে হবে । কাজেই ফলাফল যদি ভাল না করেন তার জন্য প্রথম  দায়ী থাকবেন গার্ডিয়ান তারপর দ্বিতীয় দায়ী থাকবেন  শিক্ষকরা ।

তিনি আজ উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে সকল প্রাথমিক ও এবতেদায়ী মাদ্রাসার টপটেন মেধাবী শিক্ষার্থীদের  ও সাধারণের মাঝে কম্বল ও ৫শত ১৮ জন শিক্ষার্থীদের নগদ ৫শত টাকা করে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ,নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর প্রমুখ ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top