
সেবা ডেস্ক: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে অসহায় গরীব জনতার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা পরিষদ হলরুমে শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
শেখ হেলাল উদ্দীনের পক্ষে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য’র একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম, সহকারি সচিব (ব্যাক্তিগত) মোঃ ওয়ালিদ হোসেন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সম্পাদক শেখ বেল্লাল হোসেন ও শেখ কেরামত আলী।
মোট ৩ হাজার শীতার্থ ব্যাক্তির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।