করোনাভাইরাস ঠেকাতে সিলেট জুড়ে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ

S M Ashraful Azom
0
করোনাভাইরাস ঠেকাতে সিলেট জুড়ে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ
সেবা ডেস্ক: চীনে শুরু করোনাভাইরাসের আক্রমন ঠেকাতে সিলেট জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগাম সতর্কতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে খোলা হয়েছে আলাদা কর্নার। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে খোলা হয়েছে আলাদা কর্নার। এছাড়া আগাম সতর্কতা হিসেবে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশর কুমার চক্রবর্তীকে প্রধান করে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ টিম।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে হাসপাতালে ৮ বেডের একটি আলাদা কর্নার চালু করা হয়েছে। এর আগে এই ওয়ার্ডটি ডেঙ্গু কর্নার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখানে ওষুধসহ চিকিৎসার সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এই কর্নারে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অক্সিজেন, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, অ্যাপ্রোনসহ বিভিন্ন উপকরণও রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হলে কিংবা কারো মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালে এ ইউনিটে ভর্তি করা হবে।

এদিকে ওসমানী বিমাবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাসরি দেশের বাইরে থেকে যেসব ফ্লাইট এ বিমানবন্দরে আসছে সেসব ফ্লাইটের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে আরো আগে থেকেই সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

অপরদিকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন রাশেদুল ইসলামের নেতৃত্বে সিলেটের তামাবিল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গত বুধবার সকাল থেকে এ ক্যাম্পে ৫ সদস্যের একটি দল কাজ করছে। এ স্থলবন্দরে দিয়ে আসা ভারতসহ বিভিন্ন দেশের যাত্রীদের কারো শরীরে করোনাভাইরাস আছে কিনা তা মেডিকেল ক্যাম্পে পরীক্ষা করে দেখা হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top