
সেবা ডেস্ক: দেশের পঙ্গুত্ব নিয়ে যারা অভিশপ্ত জীবনযাপন করছেন তাদের পাশে দাঁড়ালো আকিজ গ্রুপ। মানিকগঞ্জের বিসিক এলাকায় আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন কদম নামে কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জের গোলড়া এলাকায় আকিজ গ্রুপের নতুন কদম নামে একটি কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন দুর্ঘটনায় দেশে যত লোক মারা যায় তার চেয়ে দশ গুণ মানুষ পঙ্গুত্ব বরণ করে। একজন ব্যক্তি যখন পঙ্গুত্ব বরণ করেন, সে তখন নিজের কাছে এবং সমাজ ও দেশের কাছে বোঝা হয়ে যায়। তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। সেই সব ব্যক্তিদের কৃত্রিম হাত পা দিয়ে নতুন জীবন ফিরিয়ে দিচ্ছে। আকিজ গ্রুপের এই উদ্যোগটি দেশের জন্য একটি অন্যান্য উদাহরণ।
পরীক্ষামূলকভাবে গত ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৫০ জনের কৃত্রিম হাত পা সংযোজন করেন। বর্তমানে তারা এখন নিজেরাই চলাফেরা করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে এরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেন।
প্রতিষ্ঠানের পরিচালক শেখ জামিল উদ্দিনের সভাপতিত্বে কৃত্রিম হাত পা সংযোজন কেন্দ্র নতুন কদমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এসময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন,মানিকগঞ্জের ডিসি এসএম ফেরদৌস, এএসপি (সার্কেল) হাফিজুর রহমান, যুক্তরাজ্যের চিকিৎসক ভিকার কোরেশী, আকিজ গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী যে কেউ বিনামূল্যে নতুন কদম থেকে কৃত্রিম হাত পা সংযোজন করতে পারবেন। এছাড়া কৃত্রিম হাত পা সংযোজনকারীদের মধ্য থেকে চারজনকে চাকরি দেয়া হয় আকিজ গ্রুপে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।