
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সেভেন ষ্টার ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রথম স্থান অধিকার করেছে নইম নাগর ফুটবল একাদশ। পরাজিত হয় কাকিলাকুড়া ফুটবল একাদশ। প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোপন। খেলার উদ্বোধন ঘোষণা করেন যুদ্ধকালিন সময়ের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মোত্তাকিম বিল্লাহ শিবলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির হেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সাইফুর রহমান শাকিল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, খনচেপাড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাইম প্রমূখ।
পরে বিজয়ী ও পরাজিত দলের খোলোয়ারদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। খেলা দেখতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার শতশত লোক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।