
সেবা ডেস্ক: মিয়ানমারের রাখাইনের বাসিন্দা সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর তামবাদু।
আদালত থেকে রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে দেয়া অন্তবর্তীকালীন চার নির্দেশ ঘোষণার পর নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আবু বকর তামবাদু। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে এ প্রশংসা করেন তিনি।
বিচারমন্ত্রী তামবাদু বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে পাওয়া রায়ে বাংলাদেশেরও অবদান রয়েছে । সেসময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গা গণহত্যা বন্ধ এবং তাদের সুরক্ষার জন্য মিয়ানমারকে চার দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন আইসিজে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার শুনানিতে এ আদেশ দেয়া হয়।
তামবাদু বলেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি আমরা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন আনার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।