
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তিন ক্রিকেটার এবার খেলবে ভারতে। তারা তিনজনই বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিশ্রমী খেলোয়াড়। তারা চট্টগ্রামের কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট টিমের হয়ে ভারতের উড়িষ্যা প্রদীপ মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন বৃহস্পতিবার বিকেলে।
বাঁশখালী ক্রিকেট একাডেমীর হয়ে যারা খেলবে তাদের মধ্যে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের রতন সুশীল, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া গ্রামের মুহাম্মদ আতিকুর রহমান ও পৌরসভার উত্তর জলদির শফিউল আকবর ইমন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের কোয়ালিটি স্কুল অফ ক্রিকেটের ১৫ সদস্যের একটি টিম চট্টগ্রাম শাহ্ গরীবুল্লাহ থেকে যাত্রা করেন। দলের অফিসিয়াল হিসেবে সাথে রয়েছেন ফিরোজ খান, কামরুল হাসান ও টিম ম্যানেজার শফিকুল হাসান আজাদ।
এদিকে ভারত সফরে যাওয়া কিরণ, আতিকুর, আকবর সহ সকল খেলোয়াড় ও সংশ্লীষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, একাডেমীর পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।