
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বর্ধন কুঠি এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মাগুড়া সোনারপাড়া গ্রামের সোলায়মান আলী পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৪০) এবং তরফকামাল গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী আতোয়ার হোসেন ওরফে লিটন (৪০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তাঁরা মাদক ব্যবসা চালিয়ে আসছে। আশরাফুলের বিরুদ্ধে কমপক্ষে ১০টির বেশী এবং লিটনের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।