
সেবা ডেস্ক: প্রথমবারের মতো আজ মঙ্গলবার ঢাকায় আসছেন বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান ও সিইও উরসুলা বার্নস।
দু'দিনের সফরে মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে সফল নেতৃত্বের জন্য সুপরিচিত উরসুলা বার্নসের সুদীর্ঘ পেশাগত জীবনে উল্লেখযোগ্য বেশ কিছু সংখ্যক অর্জন রয়েছে।
সফরকালীন সময়ে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং ভিওনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
দুই দিনের বাংলাদেশ সফর শেষে ২৩শে জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।