
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের জেলা আহবায়ক মো. সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলার গোসাইপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও স্বর্বস্তরের জনগণের উদ্যোগে সাইফুল ইসলাম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের জেলা আহবায়ক হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মো. ছায়েদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গির আলম।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আল আমিন, ইউপি সদস্য আব্দুল হান্নান, শিক্ষক রফিকুল ইসলাম ও শামছুল হক প্রমূখ। সভায় স্বর্বস্তরের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।