
সেবা ডেস্ক: করোনাভাইরাসে আরো এক সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার আরো পাঁচ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে আক্রান্ত এক জন বাংলাদেশি। খবর- সিএনএ’র।
দেশটিতে ৬৯ নম্বর করোনাভাইরাসের আক্রান্ত রোগীটি হলো বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। তিনি কোনোদিন চীনে যাননি। তবে ওই বাংলাদেশির আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিঙ্গাপুরে মোট আক্রান্ত হয়েছে মোট ৭২ জন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।