
সেবা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুই সেই বিদেশি নেতা, ভারতে যার জনসভায় সর্বোচ্চ লোক সমাগম হয়েছিলো, এমনটাই জানালেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব অধির চৌধুরী।
ভারতের লোকসভার বিরোধীদলীয় এক নেতা টুইটবার্তায় লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গুজরাট স্টেডিয়ামই ভারতে আসা কোনও বিদেশী রাষ্ট্রপ্রধানের সমাবেশে সর্বোচ্চ লোক সমাগম দেখেছে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানিয়েছিলো।
যেটি ছিলো বাংলাদেশ স্বাধীনের পর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কোনও বিদেশ সফর। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বলা হয়ে থাকে, ঐতিহাসিক ব্রিগেড ময়দান, এতো বড় জনসমাগম কখনই দেখেনি।
![]() |
বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী |
পঙ্কজ সাহা তার এক সাক্ষাৎকারে বলেছেন, মুজিবের ব্রিগেড সভার ধারাভাষ্য দেওয়া হচ্ছিল আকাশবাণী থেকে। এর মাঝেই দূরদর্শন থেকে জরুরি তলব করা হয় অফিসে ফিরে আসতে। দিল্লী থেকে নির্দেশ দেওয়া হয় একটি আলোচনা অনুষ্ঠান করা হবে যা দূরদর্শন এবং ঢাকা টেলিভিশন থেকে একসঙ্গে প্রচার করা হবে। অনেক আলোচকদের অন্যতম ছিলেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, সাহিত্যিক সত্যেন সেন, নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের মতো ব্যক্তিত্ব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।