করোনাভাইরাসের প্রতিদ্বন্দ্বী হয়ে এলো ‘কঙ্গো জ্বর’

S M Ashraful Azom
0
করোনাভাইরাসের প্রতিদ্বন্দ্বী হয়ে এলো ‘কঙ্গো জ্বর’
সেবা ডেস্ক: মহামারি রূপ ধারণ করা নোভেল করোনাভাইরাসে বেসামাল গণ চীন। চীনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের আরো অন্তত ২৪টি দেশেও ছড়িয়ে পড়েছে এটি। পূর্ণাঙ্গ প্রতিষেধক এখনও আবিষ্কার না হওয়ায় এ নিয়ে আতঙ্কে রয়েছে গোটা বিশ্ববাসী। এরইমধ্যে দুশ্চিন্তা হয়ে এসেছে আরেক ভাইরাস, যার নাম ‘কঙ্গো জ্বর’।

আফ্রিকার দেশ মালিতে হানা দিয়েছে নতুন এই ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত প্রচণ্ড জ্বর ও রক্তবমি হয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রহস্যজনক এই ভাইরাসের সংক্রমনে এখন পর্যন্ত সাতজন মারা গেছে। তবে এটি করোনাভাইরাস থেকে আলাদা।

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, জানুয়ারির শেষের দিকে সামোয়া গ্রামের এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়।

কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হয় ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top