
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় কাওসার (২১) নামে এক বখাটের চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত ৯ টার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড আরিফুর রহমান।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার গেড়াপচা গ্রামের জৈনক এক কৃষকের মেয়ে। সে আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও এসএসসি পরীক্ষার্থী। পার্শ্ববর্তী দেবীপুর গ্রামের রফিকুল ইসলামের বখাটে ছেলে কাওসার কিছুদিন যাবত ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছে। এতে ওই ছাত্রী সাড়া না দেয়ায় তাকে নানাভাবে উত্ত্যক্ত করতো। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে শহরের আড়াইআনী বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড আরিফুর রহমান ঘটনাস্থলে যান। সেখানে স্বাক্ষ্য প্রমাণের পর তার বিরুদ্ধে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর এক সূত্র জানায়, কাওসার পর পর দুটি বিয়ে করেছে। এর আাগেও তার বিরুদ্ধে একাধিক মেয়েকে ইভটিজিং করারও অভিযোগ রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।