
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলে বৃহস্পতিবার নবীন বরণ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
"স্বপ্ন ছোঁয়ার নতুন দুয়ার
পূর্ণতা পাবে সম্ভাবনার।"
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদিন ব্যাপী জমকালো আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০:০০ ঘটিকায় আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় ও অন্যান্য অতিথিবৃন্দ।
প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২০ সেশনে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণে ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি, গান, অভিনয় ও নৃত্যের তালে মুখরিত ছিল সাংস্কৃতিক মঞ্চ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর ছিল অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাস।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।