
নরসুন্দর নরেন বাবু
চুলদাড়ি কাটে,
সকাল থেকে রাত পর্যন্ত
সানন্দবাড়ী হাটে।
ত্রিশ বছর যাবৎ তিনি
এই কর্ম করে,
শিশু যুবক আবাল বৃদ্ধ
ভক্ত তাহার তরে।
ছোট বড় আছেন যারা
সবাই তাহার বন্ধু,
হোক সে মুসলমান বা
বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু।
পরিপাটি ভাবে তিনি
কাজ কর্ম করে,
অনেক রাত্রে কষ্ট করে
ফেরেন নিজের ঘরে।
জীবনের চেয়েও আমরা
তাকে বিশ্বাস করি,
গলার নিচে খুর চালায়
তবুও দেইনা হাতে দড়ি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।