বিশাল অফার: পিতা মাতাকে নিয়ে রেস্টুরেন্টে গেলেই ২০% ছাড়!

S M Ashraful Azom
0
বিশাল অফার: পিতা মাতাকে নিয়ে রেস্টুরেন্টে গেলেই ২০% ছাড়!
সেবা ডেস্ক: আধুনিকতা ও ব্যস্ততার এই দুনিয়ায় পরিবারের জন্য আমাদের অনেকেরই সময় কমে যাচ্ছে। তাই প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গে হাওড়ার এক রেস্টুরেন্টের মালিক চালু করলেন এক অভিনব অফার। তার রেস্টুরেন্টে বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনার করলেই মিলবে ২০% ছাড়। ঘোষণাটি ছড়িয়ে পড়তেই ওই রেস্টুরেন্টে বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানেরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের মালিক সমীরণ গোস্বামী বলেন, অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণত স্বামী-স্ত্রী রেস্টুরেন্টে আসেন। তাদের সঙ্গে বয়স্ক বাবা-মায়েদের কখনো দেখা যায় না। দিন দিন বাবা-মায়েদের প্রতি ছেলে-মেয়েদের দায়বদ্ধতাও অনেক কমে যাচ্ছে।

আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এইরকম চিন্তা-ভাবনা থেকেই বিষয়টা মাথায় এসেছিল। এর দুটো দিক আছে। একটা সামাজিক আর একটা ব্যবসায়িক।

সমীরণ আরো বলেন, বেশ ভাল সাড়া পাচ্ছি। বাবা-মা এবং ছেলে-মেয়েদের এক টেবিল-এ আনতে পেরে মানসিকভাবেও শান্তি পাচ্ছি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top