গাইবান্ধায় উপ নির্বাচনে মাটি মানুষের নেত্রী নৌকার প্রার্থী এ্যাড.স্মৃতি

S M Ashraful Azom
0
গাইবান্ধায় উপ নির্বাচনে মাটি মানুষের নেত্রী নৌকার প্রার্থী এ্যাড.স্মৃতি

গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত  নৌকা মার্কার প্রার্থী এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেত্রীতে পরিনত হয়েছেন অনেক আগে হতেই। তার এ জনপ্রিয়তার প্রমান রাখবে সর্বস্তরের মানুষ এ উপ নির্বাচনে। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় আজ সকলের আস্থা অর্জন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ। একারণে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতির জয়ের পাল্লা সকল প্রার্থী চেয়ে বেশী ভাড়ি । তবুও তিনি থেমে নেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে ভোটারদের ভোট কেন্দ্র মূখী করতে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতি মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে আসনটির নির্বাচনী এলাকায়। রাজনীতির মাঠে থাকা নেতার মধ্যে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি প্রার্থী হিসাবে অন্যান্য প্রার্থীদের শীর্ষে রয়েছেন। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালন শেষে নির্বাচনকে ঘিরে আজ ২১ ফেব্রয়ারী শুক্রবার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে জনবান্ধব কর্মসূচীতে অংশ গ্রহন করেন এ্যাড .উম্মে কুলসুম স্মৃতি।

সকালে শুরুতেই সাদুল্যাপুর উপজেলায় প্রভাতফেরীতে অংশ নেন তারপর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে,উপজেলার ধাপেরহাট ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি দোয়া অনুষ্ঠান মজলিসের দাওয়াতে হাজারো মানুষের একসাথে খাওয়ায় অংশ গ্রহন করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভায় অংশ নেন পরে সন্ধ্যায় পলাশবাড়ী পৌর এলাকায় রাব্বীর মোড়, হাইস্কুল মার্কেট,কালীবাড়ী বাজার মার্কেট এলাকায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে নিয়ে গণসংযোগ করেছেন।

এসময় এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন,মানুষ নৌকার উপর আস্থাশীল হয়ে উঠেছে উপ নিবাচনে তার প্রমান মিলবে,জয় ইন্নশাআল্লাহ্ নৌকার হবে।

উল্লেখ্য,গত ২৭ ডিসেম্বর ডাঃ ইউনুস আলী সরকার এমপির মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ২১ মার্চ উপ নির্বাচন। আসনটির ২ টি উপজেলায় ১৩২টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top