
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের অংশ গ্রহনে প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মসজিদে, মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার ও ইউপি চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।