জামালপুর বিজিবি কর্তৃক ৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার

S M Ashraful Azom
0
জামালপুর বিজিবি কর্তৃক ৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার
জামালপুর সংবাদদাতা : জামালপুর ৩৫ ব্যাটালিয়ন্স (বিজিবি) প্রায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ৮ ফেব্রুয়ারি ৩৫ বিজিবির পরিচালক অধিনায়ক এসএম আজাদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য প্রায় ১৭ লাখ ২৯ হাজার ২শ’ টাকা। বিজ্ঞপ্তিতে উদ্ধারকৃত ইয়াবাগুলো অচিরেই ধ্বংস করার কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, রাজিবপুর বালিয়ামারী এবং রৌমারী কাতলামারী সীমান্তে নায়েক সুবেদার মো. খলিলুর রহমান এবং মনোয়ারুল ইসলামের নেতৃত্বে ০৫ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/এমপি হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালছিড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৫৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এছাড়াও আনুমানিক ১৩৩৫ ঘটিকায় রৌমারী উপজেলার আওতাধীন সাহেবের আলগা বিওপির নাঃ সুবেঃ মোঃ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার ১০৪৯/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাতলামারী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৪ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। সর্বমোট আটককৃত ইয়াবার পরিমাণ ৫,৭৬৪ পিছ।

আটককৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে ধ্বংস করা হবে। 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top