
সেবা ডেস্ক: ভবডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এসেছেন নতুন এক ইংরেজি শিক্ষক। গ্রামের একটা পুরনো বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের লোকেরা এত কৌতূহলী কেন তাঁর ব্যাপারে? দিন কয়েক যেতে না যেতেই মনে হলো বাড়িটা নিয়ে কোথায় যেন একটা সমস্যা আছে! ধীরে ধীরে ঘনীভূত হয়ে ওঠে রহস্য।
সাইকিয়াট্রিস্ট ডা. সাদিয়ার কাছে মেয়েকে নিয়ে আসে তাঁর মা। মেয়েটা কথা বলে খুব কম, মাঝেমধ্যেই একের পর এক ছবি আঁকে! ডা. সাদিয়া প্রথমে বুঝতে পারেন না কীসের ছবি এগুলো? তারপর ধীরে ধীরে উন্মোচন হতে শুরু করে রহস্য।
ভর সন্ধ্যায়, পুরান ঢাকার ব্যস্ত রাস্তায় মইন কুড়িয়ে পায় একটা মানিব্যাগ। টাকার লোভ সামলে ব্যাগ নিয়ে সে খোঁজ করে মালিকের। শ্যাওলাঢাকা, পুরনো এক বাড়িতে মোমবাতি হাতে কে ওই বুড়ো লোকটা?
কিশোরদের জন্যে অতিপ্রাকৃত-সাহিত্য ধারায় খুব বেশি কেউ লিখছেন না। যারা লিখছেন তারা দীর্ঘমেয়াদী ভাবনা থেকে লিখছেন এমন জোর দিয়ে বলা যাবে না। শিশু সাহিত্যিক নিলয় নন্দী কিশোরদের জন্যে তিনি প্রতিনিয়ত লিখতে চেষ্টা করছেন নতুন আঙ্গিকে। ‘ছায়াময়’ গল্পগ্রন্থের নয়টি গল্পের স্বাদ একটি অপরটি থেকে ভিন্ন। শুধু কিশোর নয়, প্রাপ্তমনস্ক পাঠকেরও ভাবনার খোরাক হবে ‘ছায়াময়’।
বইটির মূল্য ১৯০ টাকা। প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।