
বকশীগঞ্জ প্রতিনিধি : বকশীগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের উদ্যোগে শুক্রবার তিনটি ইউনিয়নে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের সহযোগিতায় সাধুরপাড়া, মেরুরচর ও ধানুয়া কামালপুর ইউনিয়নের ১০ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি , আলোচনা সভা , চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম, কে.বি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।