
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্যহাতির আক্রমণে জহুরলাল প্রকাশ কালাবাঁসি (৩৫) নামের এক লোক নিহত হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারী) রাত প্রায় ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮নং ওয়ার্ডের রগুনাথ দেবের পুত্র বলে জানা যায়। জহুরলাল একজন দিনমজুর রিকশাচালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো রিকশা চালিয়ে বাড়ীতে ফেরার পথে নাপোড়া-শেখেরখীল সার্বজনীন লোকনাথ আশ্রমের নিচে পূর্ব নাপোড়া হিমছড়িমূখে নিজ বাড়ীর উঠানে হাতির মুখোমুখি পড়ে যায় তিনি। ক্ষুধার্ত বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন জহুরলাল দেব।
বাঁশখালী ইকোপার্ক ও নাপোড়া বন বিভাগের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে অস্তিত্বের সংকটে পড়া হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে আক্রমণ করছে। গত রাতে বাচ্চাসহ হাতির আক্রমণে লোকটি নিহত হয়েছিল।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, পূব-নাপোড়ায় হিমছড়িমূখ নামক স্থানে জহুরলাল নামের একজন লোক বনো হাতির আক্রমণে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ক্যাপশনঃ বাঁশখালীর পূঁইছড়িতে বনো হাতির আক্রমণে নিহত জহুর লাল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।