গাজীপুরের কালিয়াকৈরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
গাজীপুরের কালিয়াকৈরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ফয়জুর রহমান, বিশেষ প্রতিনি: নতুন কিছু আবিষ্কার! দেখার ও জানার কৌতূহল জাগে সকলের মনে। তবে সেটা আবিষ্কারে নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের  এ রকম কিছু শিক্ষার্থীদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়ে গেল 'আইডিয়াল বিজ্ঞান মেলা ২০২০'।

১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী আয়োজনের ফিতা কেটে শুভ  উদ্বোধন করেন গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা  রেবেকা সুলতানা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। রেবেকা সুলতানা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। এতে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল ও মননশীলতা তৈরি হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   মুরাদ কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

'আবিষ্কারে নেই ভয় ;
 ক্ষুদে বিজ্ঞানীদের হবে জয়।'
এ প্রতিপাদ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বৈজ্ঞানিক  গবেষণা করে নতুন কিছু আবিষ্কারে প্রচেষ্টা চালায়। এ রকম ক্ষুদে শিক্ষার্থী মুশফিক রহমান মাধুর্য, নাফিজা রহমান নবনী, মাইশা কামাল মম ও ফাহিম শাহরিয়ার রাতুল প্রমূখের সঙ্গে কথা বলে জানা যায় তাদের এ বিজ্ঞান মেলাকে সফল করতে দীর্ঘদিন কাজ করতে হয়েছে । তাদের প্রচেষ্টায়  তৈরি হয় বিজ্ঞানের  নানা আবিষ্কার। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আলাদা আলাদা স্টলে বিভিন্ন প্রজেক্ট স্থাপন করা হয় মেলায় প্রদর্শনের জন্য।

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন,বিজ্ঞান আমাদের মধ্যে অনুসন্ধিৎসার জন্ম দেয়। অজানাকে জানার জন্যই কাজ করে বিজ্ঞান। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানকে আমরা যত বেশি কাজে লাগাতে পারব ততই দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। ছাত্রছাত্রীদের মধ্য থেকে বিজ্ঞান প্রতিভা তুলে আনতে ও তাদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা গড়ে তুলতে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top