
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের বাজারে পর্যাপ্ত পরিমানে পেঁয়াজ মজুত রয়েছে। তাই পেঁয়াজ নিয়ে কেউ কারসাজি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে রংপুরের কাউনিয়ার হারাগাছে ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। তাই এ মুহূর্তে চীন থেকে পণ্য আমদানি বন্ধের কোনো পরিকল্পনা নেই। ভাইরাসের বিষয়টি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের সিদ্ধান্ত পেলে বন্ধ রাখা হবে।
ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাকিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাজেদ আলী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।