
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত¡াবধানে গত ১৫ ফেব্রুয়ারী শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর পৌরসভাধীন, কাউতলী নিয়াজ মোহাম্মদ ষ্টেডিয়ামের উত্তর পাশে জনৈক মাইন উদ্দিনের অটো গ্যারেজের সামনে রাস্তার উপর চারজন মাদকসেবী নেশা জাতীয় দ্রব্যাদি পান করে মাতলামি করিয়া এলাকার জনসাধারনের বিরক্তি সৃষ্টি সহ যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করাকালীন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। রুবেল (২৫), পিতা-মৃত বদু মিয়া, সাং-কালাছড়া, ইউপি-বিষ্ণপুর, থানা-বিজয়নগর, এ/পি সাং-দাতিয়ারা, ২। মনিরুজ্জামান @ পিয়াস (২২), পিতা-আবুল বাশার লস্কর, সাং-দাতিয়ারা (লস্কর বাড়ী), ৩। বাবু সরকার (২৪), পিতা-ছিদ্দিকুর রহমান সরকার, সাং-দাতিয়ারা, ৪। মানিক মিয়া (২০), পিতা-মোহাম্মদ আলী, সাং-দাতিয়ারা, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হইয়াছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।