শুক্কুর আলী পাশে দাড়ালো “বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা”

S M Ashraful Azom
0
শুক্কুর আলী পাশে দাড়ালো “বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা”
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: অসহায় প্যারাল্যাইজড শুক্কুর আলীর পাশে দাড়িয়েছেন স্থানীয় সংগঠন ”বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা” ও "সিধাই যুব সমাজ উন্নয়ন সংস্থা"

গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের একটি দুর্গম চর সিধাই। এই চরে শুক্কুর আলী নামে এক দিনমজুর ব্যক্তি প্রায় ৬ মাস থেকে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে শারীরিক সক্ষমতা হারিয়েছেন। যেকারণে তার পরিবারের স্ত্রী সন্তানদের ভরণপোষণ করতে পারছেন না ।

অন্যদিকে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় ঠিকমত চিকিৎসা করাতে পারছেননা। ফলে, তার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে।

উল্লেখ্য প্রতি মাসে তার ঔষধ বাবদ তিন হাজার টাকা প্রয়োজন কিন্তু, এ অর্থ যোগার করার সামর্থ্য তার নেই। সামান্য সম্পদ গরু ও জমি বিক্রি করে ইতোমধ্যে তার কিছুটা চিকিৎসার ব্যয় মিটিয়েছেন।
এখন তার চিকিৎসার জন্য আর কোন অর্থই নেই।

এমতাবস্থায়, তার চিকিৎসার জন্য খুব অল্প পরিসরে হলেও স্থানীয় সংগঠন দুটি তিন মাসের ঔষধ বাবদ দশ হাজার টাকা প্রদান করে এবং পরে আরো সাহায্য দানের আশ্বাস দেয়।

রোগাক্রান্ত শুক্কুর আলী জানান এ অর্থ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং তার এই অসুখের চিকিৎসার জন্য  সমাজের বিত্তবানদের নিকট থেকে আরো বড় পরিসরে সাহায্য চান।

বন্ধু সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সোহরাব হোসেন বলেন, আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজন হলে আরো সাহায্য দিব তবে তার অসুখের জন্য সরকারি বড় অংকের সাহায্য প্রয়োজন।

এছাড়াও অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠন দুটির পক্ষে সদস্য হাসান মওলানা ও শাহিন সরকার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top