
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের অন্যতম সদস্য ছিলেন সোহানুর রহমান সোহান। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন একুশ বছর বয়সী সম্ভাবনাময় এ তরুণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এসময় মোটরসাইকেল চালাচ্ছিলেন সোহান। দূরপাল্লার একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক সরাসরি ধাক্কা দেয় তার মোটরসাইকেলে। আহত সোহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে ঢাকায় আনার পথেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সোহানের মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশনে শোকের ছায়া নেমে এসেছে। হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সোহান খুবই সম্ভাবনাময় খেলোয়াড় ছিল। ওর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল জাতীয় দলের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।