প্রতিমন্ত্রীর উপস্থিতিতে রৌমারীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

S M Ashraful Azom
0
প্রতিমন্ত্রীর উপস্থিতিতে রৌমারীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০ টায় বিদ্যালয় কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত নির্বাচন পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি)।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, সিএসডির নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টার, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম প্রমূখ।

খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০ টায় নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এ নির্বাচনে প্রার্থী ছিলেন ১২ জন। মোট ভোটার সংখ্যা ১’শ ৭৯ জন। একজন ভোটার ৩টি শাখায় মোট ৭টি ভোট প্রদান করে।

এদের মধ্যে রাব্বি হাসান ১০৬, তমালিকা জামাল ৯৫, শাহিন মাহমুদ শ্রাবন ৯৪, রাবেয়া খাতুন ৯৩, ফাহমিদা বনানী ৯০, কাছেমুল আদিল কল্প ৮৮ ও ফাতিন ইশরাক জারিফ ৮৭ ভোট পেয়ে বিজয় লাভ করে। তিনি আরও বলেন এ যাবৎ আমার বিদ্যালয়ে উদ্ধর্তন কোন কর্তৃপক্ষ আসেনি। আজকে প্রতিমন্ত্রী আমার বিদ্যালয়ে আসায় আমরা খুবই গর্বিত।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি) বলেন, আজকের শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। আমাদের দেশটি হচ্ছে গণতন্ত্র দেশ। তাই সকল ক্ষেত্রে জনগন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোটে নির্বাচিত করে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক স্তর থেকে শিশুদের ভোটে তাদেরই সহপাটিকে প্রতিনিধি নিযুক্ত করা হয়। আজকের কাউন্সিল নির্বাচনে শিশুরা ভবিষ্যতের জন্য শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top