বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানোই লক্ষ্য: অর্থমন্ত্রী

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানোই লক্ষ্য অর্থমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তাদের কাছে অনুপ্রেরণা। কিন্তু যারা দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
শনিবার বিকেলে কুমিল্লার লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয়। তাই তাদের জন্য এ আদর্শ রেখে যেতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা যুদ্ধে অনেকে শহিদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনো আমাদের মাঝে আছেন, তাদের একত্র করাও আমদের অন্যতম উদ্দেশ্য।

মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে, আমাদের আয়োজন ও উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এ জন্যই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন আমরা শুরু করেছিলাম।

‘আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে দশ লাখ মানুষের বসবাস এবং ভোটার সংখ্যা সাড়ে পাঁচ লাখ। তাই এখান থেকে এটি শুরু করেছিলাম, যেন অন্যরাও এগিয়ে আসেন।’

মন্ত্রী বলেন, আমাদের এই আয়োজন ছিল বঙ্গবন্ধুর আদর্শকে উপস্থাপন করা। এ চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের বিশ্বাসী করানো এবং বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ সমাজসহ আগামী প্রজন্মের কাছে রেখে যাওয়া মূল লক্ষ্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা-৯ বরুড়ার এমপি নসিমুল আলম নজরুল, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top