
সেবা ডেস্ক: মাদারীপুর জেলার রাজৈরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে জুতার মালা পরিয়ে মারধর করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজৈর উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুধাংশু কুমার হীরা ওই বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শুধাংশু কুমার হীরার কাছে তিনিসহ চার ছাত্রী প্রাইভেট পড়ছিলেন। পড়া শেষে ‘কথা আছে’ বলে বিদ্যালয়ের দোতালায় ডেকে নিয়ে আপত্তিকরভাবে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন ওই শিক্ষক। বাড়ি ফিরে বিষয়টি মাকে জানান ওই ছাত্রী। পরে স্বজনদের মাধ্যমে ঘটনা জানাজানি হলে ওই শিক্ষক পালানোর চেষ্টা করেন। ওই সময় স্থানীয়রা তাকে ধরে জুতার মালা পরিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে।
রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রাজৈর ইউএনও সোহানা নাসরিন জানান, আইনি প্রক্রিয়া ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।