
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, কাউনিয়ারচর টু জোয়ানেরচর রাস্তার বিলের পাড় হতে জোয়ানেরচর ফকির পাড়া পর্যন্ত ভাঙ্গা রাস্তা সেচ্ছাশ্রমের মাধ্যমে পুনঃনির্মাণের কাজ চলছে।
এলাকাবাসীর একাধিক সুত্রে জানা যায়, বিগত ২০১৩-১৩ অর্থ বছরে ততকালীন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ রশীদ মন্ডল ( ফটিক) এর আমলে এ রাস্তা নির্মাণ করা হয়। যার ফলস্বরূপ ঐ এলাকার ৮/১০ হাজার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করেছেন। কিন্তু পরপর কয়েকটি বন্যা ও অতি বৃষ্টির কারণে রাস্তা ভেঙ্গে যায়। ভাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে না পাড়ায়, মানুষের জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।
চলাচলের অনুপযোগী হওয়া সত্যেও এ পর্যন্ত হয়নি এরাস্তার কাজ।
তাই সাবেক চেয়ারম্যান আঃ রশীদ মন্ডল (ফটিক) সহ এলাকাবাসী সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা পুনঃনির্মাণের জন্য কাজ করেন। যাতে গাড়ি সহ মানুষজন আরাম আয়েশে চলাচল করতে পারে।
ডাংধরা সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ মন্ডল ও এলাকা বাসি সবাই মিলে সেচ্ছায় নিজেদের উদ্দগে জোয়ানেরচর ফকির পারা হইতে দক্ষিণ বিলের খাল পযন্ত রাস্তা মেরামত করা হয়
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।