
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় প্রায় দুইশতাধীক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারছে না শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ। এতে শিক্ষার্থীরাসহ গ্রামের মানুষগুলি জানতে পারছে না ভাষা দিবসের সঠিক তাৎপর্য এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
গত বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ’র সভাপতিত্বে আন্তর্জাতিক শহীদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সকলের উপস্থিতিতে বিভিন্ন জনের মতামতে উপরোক্ত বিষয়ের উপর বিস্তর আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় ১২টি কলেজ, ২৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা ও ১’শ ১৫টি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে হাতেগোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই।
প্রত্যন্ত অঞ্চল ইটালুকান্দা আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিতা, সুলতানা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাওন ও মুকুল মিয়া জানান, আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই, না থাকার কারণে আমরা দিবসগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি না। আমাদের বিদ্যালয়টিতে শহীদ মিনার স্থাপনার জন্য জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে ইটালুকান্দা আর্দশ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল সরকার বলেন, বছরে একবার বিদ্যালয়ের বিভিন্ন সংস্কার কাজের জন্য বরাদ্দ দেন। শহীদ মিনারের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। কিন্তু শহীদ মিনার নির্মাণ করা অনেক টাকার প্রয়োজন আমরা পাবো কোথায়। সরকারী ভাবে শহীদ মিনারটি করে দিলে ভাল হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, আমি সকল প্রতিষ্ঠানের প্রধানদের বলেছিলাম বড় কোন প্রকল্প পেলে আপনারা শহিদ মিনার নির্মান করবেন।
এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান জানান, এর আগে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শহীদ মিনার নির্মাণ করার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের নিয়ম আছে কি-না আমার জানা নাই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের প্রস্তাবটি ভাল কিন্তু বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।