বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৭৮৭ মেগাওয়াট: সংসদে প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৭৮৭ মেগাওয়াট সংসদে প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ক্যাপটিভ ও নবায়নযোগ্যসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৭৮৭ মেগাওয়াট।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে শীত মৌসুমে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ৮ হাজার ৫শ’ থেকে ৯ হাজার মেগাওয়াট। এখন চাহিদা অনুযায়ী দৈনিক উল্লেখিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

তিনি আরো বলেন, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, সুষ্ঠু ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় ২ হাজার ১৬৫ কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপন ও সাব স্টেশন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে এরইমধ্যে ১ হাজার ১০৫ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে।

নসরুল হামিদ জানান, এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় ৮ হাজার ৮৪৮ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইন নির্মাণের সম্ভাব্য যাচাই করা হচ্ছে। অন্যদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন খুলনা, যশোর ও বরিশাল সিটি এলাকার সব ওভারেহেড লাইন ভূগর্ভস্থ করতে মাঠ পর্যায়ের সম্ভাব্যতা যাছাই কাজ শেষ হয়েছে। বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

সংসদে সরকারি দলের এমপি শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খলিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিতরণ ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নানামুখী পদক্ষেপের ফলে গত ১০ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

তিনি আরো জানান, দেশের বিদ্যুৎ বিতরণে ২০০৮-২০০৯ অর্থ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ছিল ২৪ দশমিক ৩৩ শতাংশ, ২০১৮-১৯ অর্থ বছরে এই সিস্টেম লস কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। সরকার পুরাতন জরাজীর্ণ বিদ্যুৎ লাইন মেরামত ও পরিবর্তন, বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য অটোমেটিক মিটার রিডিং (এএমআর) সিস্টেম স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সিস্টেম লস কমেছে।

জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে আরো জানান, সারাদেশে বর্তমানে ১৩২টি তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বর্তমানে ১৬ হাজার ১৭১ মেগাওয়াট ক্ষমতার ৩৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

সরকারি দলের মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। অবশ্য আমদানি করা এলএনজিসহ বর্তমানে দৈনিক ৩ হাজার ১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top