
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে উপজেলার বিভিন্ন গ্রামের মাদক নির্মূল অভিযান চালিয়ে ১২৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও ২ মহিলাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে মুকুল হোসেন (৩৩), চর বোয়লমারী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে বাবুল আক্তার (৩২), সুখেরবাতি গ্রামের পলাশ মিয়ার স্ত্রী ফুলি বেগম (৩৫) ও চরফুলবাড়ি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রমেনা বেগম (৪০)।

রৌমারী থানা সূত্রে জানাযায়, রৌমারী থানার এসআই জিয়াউর রহমান, এসআই তুহিন মিয়া, এসআই গাবুর আলী, এএসআই রফিকুল ইসলাম রফিক, এসআই আকতার হোসেন, এএসআই ছামচুল, এএসআই শহিদুর রহমান শহিদ, এএসআই জুনেব খাঁনসহ ১৬ সদস্যের একটি দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

এসময় সুখেরবাতি গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে ৩৫০ পিস, চরবোয়ালমারী গ্রাম থেকে বাবুল আক্তারকে ১শ’পিস, বাইটকামারী থেকে সুখেরবাতি গ্রামের ফুলি বেগমকে ৬শ’পিস ও চরফুলবাড়ি গ্রামের রমেনা বেগমকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এব্যপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারিদের মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। একজন কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে আগামি কাল আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন আমাদের অভিযান অব্যহত আছে থাকেবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।