
সেবা ডেস্ক: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট ভাল হয়েছে। কোনো ভোটার ভোট না দিয়ে আসেনি। ইভিএমে ভোট দিয়ে ভোটাররা স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।
ঢাকার দুই সিটির ভোট শেষে শনিবার রাতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় সিইসি বলেন, এরই মধ্যে নির্বাচনের ফল আসা শুরু করেছে।
এজেন্ট বের করে দেয়ার ব্যাপারে কোনো এজেন্ট অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, যে এজেন্টকে বের করে দিয়েছে, আমি যেখানে গিয়েছি, সেখানে সব দলের এজেন্ট ছিল। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে জিজ্ঞেস করেছি, সকলের এজেন্ট উপস্থিত ছিল। আওয়ামী লীগ, বিএনপি সকলের এজেন্ট ছিল।
নূরুল হুদা বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আর ভোটকেন্দ্রে এজেন্টদের যদি বের করে দেয়া হয়, আমাদের কাছে অভিযোগ করতে হবে। এরকম অভিযোগ আমি পাইনি।
সিইসি বলেন, ইভিএমে যারা ভোট দিয়েছেন, তারা কেউই অভিযোগ করেননি। ইভিএম যে খারাপ কেউ সে কথা বলেননি। অধিকাংশ ভোটার বলেছেন, ইভিএমে ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এতে সঠিকভাবে ভোট দেয়া সম্ভব। আর ইভিএমে একজনের ভোট আরেকজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই ব্যক্তি দ্বিতীয়বার আর ভোট দিতে পারেন না।
কতো শতাংশ ভোট পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, ভোটের হার ৩০ শতাংশের নিচে থাকতে পারে। তবে ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সেটা বলা যাচ্ছেনা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।